মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ লালদীঘি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।
বুধবার গ্রামীন ব্যাংকের লালধীঘি শাখায় কর্মসূচীর উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক রংপুর যোানাল ম্যানেজার মোঃ আব্দুস সবুর খাঁন।
“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই শ্লোগানে গ্রামীণ ব্যাংক রংপুর এরিয়া অফিসের আয়োজনে লালদীঘি শাখার ম্যানেজার আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি গ্রামীণ ব্যাংক রংপুর যোানাল ম্যানেজার মোঃ আব্দুস সবুর খাঁন, যোনাল অডিট অফিসার মোঃ নুরুল ইসলাম, এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার প্রবীণ কুমার সাহা।
বক্তরা বলেন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে বৃক্ষরোপণ কর্মসূচিকে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ রক্ষায় গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের নিয়ে বৃক্ষরোপণের এ কর্মসূচি সামাজিক বনায়নের প্রতি আগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে তৈরি করছে জনসচেতনতা।
গ্রামীণ ব্যাংক আশা করে,বৃক্ষরোপণের এ কর্মসূচি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্ভাবনা কমিয়ে,ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেবে সবুজের মধ্যে প্রাণভরে নিঃশ্বাস নেয়ার নতুন এক পৃথিবী। অনুষ্ঠানে জানানো হয়, উদ্বোধনী দিনে রংপুর যোনের আওতায় পীরগঞ্জ উপজেলার দশটি এরিয়ার গ্রামীণ ব্যাংকের সকল সদস্যদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।