আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জুলাই অভ্যুত্থান ফুটবল প্রতিযোগিতা-২০২৫ গাংনী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়েছে। গাংনীর ক্রীড়া সংগঠক, প্রাক্তণ খেলোয়াড়বৃন্দ ও চৌগাছা ইয়াং স্টার ক্লাবের মাসব্যাপী আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ১ম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রামদেবপুর আজনবী ফুটবল একাদশ ৫-৪ গোলে মেহেরপুর সদর উপজেলার খোকসা ফুটবল দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আজ বুধবার (০৬ আগষ্ট) বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা মিনি স্টেডিয়ামে গাংনী উপজেলার রামদেবপুর আজনবী ফুটবল একাদশ বনাম মেহেরপুরের খোকসা ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল। পরে টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়।
বিকেল ৪ টার সময় আয়োজক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া ও সহ সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম উভয়দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় শেষে খেলার উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সেক্রেটারী সুলেরী আলভী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ । খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা আসাদুজ্জামান বাবলু সহ অন্যান্য নেতৃবর্গ।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী মাহবুবুল হক মাহবুব, সহকারী রেফারী হিসেবে ছিলেন, আরাফাত হোসেন বিপ্লব ও পারভেজ হোসেন ।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রামদেবপুর আজনবী দলের গোলকিপার শামীম রেজা । পরে শামীমকে পুরস্কৃত করা হয়।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রড়িাবিদ আমিরুল ইসলাম অল্ডাম , সুলেরী আলভী, বখতিয়ার রহমান ও এফ আই মিল্টন।
দুটি শক্তিশালী দলের খেলা উপভোগ করতে হাজার হাজার পুরুষের পাশাপাশি মহিলা দর্শকরাও উপস্থিত ছিলেন।