ঢাকাFriday , 8 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। – অধ্যক্ষ সোহরাব উদ্দীন গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫

Mahamudul Hasan Babu
August 8, 2025 3:39 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : যারা আমাদের ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে নিয়েছিল। সেই ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়ে এদেশে সুষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ করে গেছেন। সেই সোনার বাংলা গড়ার রুপকার , বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আজ না থাকলেও তার সুযোগ্য স্ত্রী বেগম খালেদা জিয়া ও সন্তান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। আপনারা এমন কিছু করবেন না যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় ।এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। আপনারা জানেন, পার্শ্ববর্তী দেশ ভারত বিএনপিকে ভাল চোখে দেখে না। দেশ এগিয়ে নিতে হবে। দেশ গড়তে হবে সততার মধ্য দিয়ে ।
গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন -২০২৫ প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের একাধিকবারের সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দীন।
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৮ আগষ্ট দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠান গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক টিমের আহবায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের একাধিকবারের সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দীন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. কামরুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক মাষ্টার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হামিদুল ইসলাম, জেলা সদস্য আখেরুজ্জামান প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলর প্রার্থীবৃন্দ ও গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকবৃন্দ ও ডেলিগেট বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, একই সাথে দলীয় গান পরিবেশন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়।
সম্মেলনে অতিথিদের আসন গ্রহনের পর ব্যাজ পরিয়ে এবং পুষ্প মাল্য অর্পন করেন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সেক্রেটারীবৃন্দ। এসময় মঞ্চে ্ইউনিয়ন কমিটির সভাপতি বৃন্দ আসন গ্রহন করেন।
শুরুতেই অনুষ্ঠানের উদ্বোধক ও মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জননেতা জাভেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ হাসিনা সরকারের অত্যাচার নির্যাতন, জেল জুলুম সহ্য করে, ভোটের অধিকার থেকে বঞ্চিত থেকে বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন। সেই সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপিকে নতুন বাংলাদেশ গড়তে আহবান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় তৃনমূল পর্যায়ে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে উপজেলা ও পৌর পর্য়ায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।৩ টি উদ্দেশ্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিকভাবে দলকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, দলকে সুসংগঠিত করা এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়লাভ করিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাংনী উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় পৃথক কমিটি গঠনের লক্ষ্যে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে ব্যবস্থা নেয়া হয়েছে। আরো জানা গেছে, উপজেলা কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে যথাক্রমে আলফাজ উদ্দীন কালু ও আব্দুল আওয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছে। সাংগাঠনিক সম্পাদকসহ অন্যান্য পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।প্রতি ইউনিয়নে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করবেন।
সম্মেলনে সময় স্বল্পতার কারনে আমন্ত্রিত অতিথিবৃন্দের সিদ্ধান্তক্রমে শুধুমাত্র প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য উপস্থাপন করেন।