ঢাকাSaturday , 9 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অপরুপ সৌন্দর্যের নীলাভ’মি উত্তরের সর্ববৃহৎ ধর্মপুর শাল বনে- নানা কারু কার্যে গাছে গাছে ঝুলছে বিলুপ্তপ্রায় উদ্ভিদ পলাশি লতা।

Mahamudul Hasan Babu
August 9, 2025 3:29 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের নীলাভ’মি উত্তরের সর্ববৃহৎ ধর্মপুর শাল বনে নানা কারু কার্যে গাছে গাছে ঝুলছে বিলুপ্তপ্রায় উদ্ভিদ পলাশি লতা। এই পলাশি লতা দেখতে ও ভিডিও বানাতে দর্শনার্থী এবং কনটেন্ট ক্রিয়োটাররা প্রতিনিয়ত ভীড় করছে এই শাল বনে।

প্রায় ৩ হাজার একর জায়গা জুড়ে গড়ে উঠা ধর্মপুর শালবনটি দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তঘেঁষা ধর্মপুর ইউনিয়নে অবস্থিত।

শাল-সেগুন, আকাশ মুনি, দেবদারু, নলবাঁশ, বেত, খুদে খেজুরসহ বিভিন্ন প্রকার বনোজ, ফলোজ ও ঔষধি গাছ রয়েছে এই শাল বনে। এছাড়া রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট বড় প্রাণী। এই বন কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে চলে গেছে ভারতে। সীমান্তের ওপারে ভারতের কুশোমুন্ডি এবং এপারে বিরল থানা।

ধর্মপুর ফরেস্ট বীট কর্মকর্তা মহসিন আলী জানান, শালবনটি জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হলেও এখনো এর কার্যক্রম শুরু হয়নি। তবে শালবনটি জাতীয় উদ্যান হিসাবে গড়ে উঠুক এঅঞ্চলের মানুষের এটি দীর্ঘ দিনের দাবি। শাল বনের ভিতরে পলাশি লতা নামের এই উদ্ভিদটি অনেক আগে থেকে থাকলেও মানুষের সে ভাবে নজর কাড়েনি। এখন এই পলাশি লতা গুলো বেশ মোটা ও অদ্ভুদ কারুকার্যে গড়ে উঠায় মানুষের নজর কাড়ছে।
তিনি বলেন, স্থানীয় ভাবে এই পলাশি লতাটিকে কেউ কেউ বান্ধানা, কেউ শাল লতা বলে এবং ভারতে এটিকে হাতি বান্ধা লতাও বলা হয়ে থাকে।

পলাশি লতা দেখতে আসা দর্শনার্থী মতিউর রহমান জানান, শাল বনের গাছে গাছে বিভিন্ন কারুকার্যে শোভা পাচ্ছে এসব পলাশি লতা। এই দৃশ্য দেখলে মনে শান্তি লাগে এবং অন্যরকম একটা অনুভুতি জাগে। এছাড়া বনের সৌন্দর্য তো আছেই। তাই মাঝে মধ্যেই এই শাল বনে বেড়াতে আসি।