ঢাকাSunday , 10 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পৌরসভার সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ 

Mahamudul Hasan Babu
August 10, 2025 6:39 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের পাশ দিয়ে উপজেলা মডেল মসজিদ, বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও বিএম কলেজ যাওয়ার একমাত্র সড়কের বর্তমান অবস্থা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি বড় বড় গর্তে ভরে গেছে, বৃষ্টির পানি জমে কাদামাটি হয়ে তৈরি হয়েছে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।
রোববার স্থানীয় বাসিন্দারা এক অভিনব পদ্ধতিতে এই সমস্যার প্রতিবাদ জানান। তারা সড়কের গর্তে ও পানি জমে থাকা জায়গাগুলোতে ধান গাছ রোপণ করেন। উদ্দেশ্য—দৃষ্টি আকর্ষণ করা স্থানীয় সরকার প্রশাসন, সড়ক বিভাগ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কাছে।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “প্রতিদিন এ পথে হাজার হাজার মানুষ চলাচল করে, কিন্তু সড়কের অবস্থা এতটাই খারাপ যে স্কুলের শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই কষ্ট পাচ্ছে। দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।”
আরেক বাসিন্দা শারমিন আক্তার বলেন, “আমরা বহুবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি। তাই বাধ্য হয়ে এই প্রতীকী প্রতিবাদ করেছি।”
বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান বলেন, “শিশুরা স্কুলে আসতে কাদায় পড়ে যায়, বৃষ্টির দিনে তো আরও ভোগান্তি বেড়ে যায়।”
স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার হলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এলাকার ব্যবসা-বাণিজ্যও উন্নত হবে। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য জেলা প্রশাসক, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, শহরের অনেকগুলো সড়কের কাজ শুরু হয়েছে। এখনো অনেকগুলো রাস্তার কাজ বাকি রয়েছে যেগুলোর  কারণে মানুষের ভোগান্তী হচ্ছে। আমরা দ্রুত সময় সকল রাস্তার কাজগুলো করার চেষ্টা করছি।