আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে যুবর্যালী, আলোচনা সভা ও আত্মকর্মসংস্থানের জন্য উপজেলার ২৯ জন যুবক-যুবতীর মধ্যে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার সময় দক্ষ্য যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্সের রুমের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুনসহ সরকারী ও বেসরকারি দপ্তরের প্রধানগণ। অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন। অপর দিকে, দুপুর ১২ টায় রেলরোডস্থ কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজন বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. আবিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম, টিম সদস্য জহিরুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মাওলানা তরিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে যুব বিভাগের পক্ষ থেকে ১০০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ স্থানীয়দের মাঝে বিতরণ করেছেন।