ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়নে ঘটেছে এক ভয়ঙ্কর ও বেআইনি কর্মকান্ড। প্রাণঘাতী রাইন্ডারপেস্ট ভাইরাস (প্লেগ) আক্রান্ত এক মৃতপ্রায় গরুকে জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ সজিবুল হাসান (সজীব) (৩৫) এবং গরুর মালিক মোঃ আনারুল মিয়া (৫০)-এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত বুধবার (১৩ আগস্ট) বিকালের দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে।
অভিযোগ রয়েছে, চিকিৎসক সজীব নিজেই পূর্বে গরুটির চিকিৎসা করেছিলেন। কিন্তু গরুটি মৃত্যুপথযাত্রী হয়ে পড়লে, আইন ও নৈতিকতার তোয়াক্কা না করে গোপনে সেটি জবাই করে দেন।
বিষয়টি স্বয়ং গরুর মালিক আনারুলের মেয়ে আশা মনি ও এলাকার ছোট ছোট বাচ্চারই শিকার করেন।
এ বিষয়ে ওই পল্লী চিকৎসক সজিবুল হাসান সজীবের সঙে দেখা করে বিষয়টি জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান,এলাকায় কিছু লোক আমাকে শুক্রতার বসে ফাসাইতে চাইছেন বলে দাবী করেন।
জানা যায়, গরুর পচা অংশ ফেলে দিয়ে অবশিষ্ট মাংস পার্শ্ববর্তী নাকাইহাট এলাকার এক অজ্ঞাত কসাইয়ের কাছে বিক্রি করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আক্রান্ত গরুর রক্ত ও বর্জ্য নিরাপদে পুঁতে ফেলার পরিবর্তে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, যা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এতে করে এলাকায় অন্যান্য সুস্থ গবাদিপশুর মধ্যে সংক্রমণের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে,দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে,গোটা এলাকার পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। পাশ^বত্তী বাড়ীর আনিছুর ও তার পরিবার প্রতিবাদ করলে গরুর মালিকগং চড়াও হয়ে তাদের উপর এলোপাতারি মারডাং করায় গুরুতর আহত আনিছুর ও তার স্ত্রী বিলকিছ গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি আছে বলে এলাকাবাসী জানান।
এলাকাবাসী জানায়, গরুর মালিক আনারুল মিয়া গোপনে বাড়ির উঠানে গর্ত করে পচা মাংস পুঁতে ফেলেন। কিন্তু সন্দেহ হওয়ায় গ্রামবাসী গর্ত খুঁড়ে সেই মাংস উদ্ধার করে সাংবাদিকদের সামনে দেখায়। আরও চাঞ্চল্যকর তথ্য দেন আনারুল মিয়ার মেয়ে আশা মনি (১৮)। তিনি স্বীকার করেন “আমরা জানতাম গরুটি প্লেগে আক্রান্ত। তবুও জবাই করেছি, আর এতে সহযোগিতা করেছেন সজিবুল হাসান সজীব ডাক্তার।”
বিশেষজ্ঞেররা বলেন, থরাইন্ডারপেস্ট রোগ অত্যন্ত সংক্রামক। ইতিহাস বলে, এ রোগ দ্রæত ছড়িয়ে পড়লে গোটা অঞ্চলের পশুপালন ধসে পড়তে পারে, ঘটতে পারে কোটি টাকার আর্থিক ক্ষতি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হারুন অর রশীদ স্পষ্ট ভাষায় বলেন“এ ধরনের কাজ প্রাণিসম্পদ অধিদপ্তর আইন, খাদ্য নিরাপত্তা আইন,২০১৩, এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। জরিমানা ও কারাদন্ডদুই-ই হতে পারে।”
জনমনে এখন একটাই প্রশ্ন আইনের চোখে ধুলো দিয়ে, জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ঠেলে, কারা এমন দুঃসাহস দিলো? স্থানীয়দের দাবি, ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে আর কেউ আইনকে উপহাস করার সাহস না পায়।