নাটোর প্রতিনিধি :বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,  ফেব্রুয়ারিতে ভোটের কথা হচ্ছে সে ভোটকে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ভোট আমরা চাই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে তিনি কথা দিয়ে এসেছেন আগামী ফেব্রুয়ারি মাসে এ দেশে জাতীয় নির্বাচন হবে। কিন্তু রাজনৈতিক দল জায়ামাত- এনসিপি চায়না দেশে নির্বাচন হোক। তারা নতুন করে ষড়যন্ত্র- চক্রান্ত শুরু করেছে। শনিবার(১৬ আগস্ট) নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহর ৪ দিন  ব্যাপী মহানাম যজ্ঞাঅনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধন অনুষ্ঠানে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচন হবে এদেশের জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। জনগণ আমাকে পছন্দ করেন আমাকে ভোট দেবেন আমাকে পছন্দ না করলে আপনাদের যে কাউকে পছন্দ পার্থীকে ভোট দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ নতুন করে ষড়যন্ত্রকারীদের আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন।
দুলু বলেন, বিগত চারটি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। অথচ নাটোরের যত উন্নয়ন সেগুলো আমার হাত দিয়েই হয়েছে।  ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি মন্ত্রীরা জনগণের জন্য আসা অর্থ লুটপাট করে খেয়েছে। বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন—নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাবেক নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এডভোকেট সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল,  জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিক,সাধারন সম্পাদক সত্যেন কুমার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                