বাদশা আলম, শেরপুর, বগুড়া-অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও সফল মৎস চাষীদের মাঝে পুরস্কার / পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কমকর্তা ওবায়দুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মৎস হ্যাচারীর ব্যবস্থাপক মো. রেজওয়ান কবির,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান রেন আবদুল কাদের, মৌসুমি রহমান, ইব্রাহিম হাজী, সামিউল সাদিক প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস চাষী সামিউল সাদিক, মাসুদ রানা এবং আকরাম হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।