পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় থাকা পূজা মন্ডপের নিরাপত্তায় টহল দেয়া সহ সার্বিকভাবে তৎপর রয়েছে বিজিবি। বুধবার বিকেলে ও সন্ধ্যায় পঞ্চগড়ের সীমান্তবর্তী বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে এ তথ্য জানান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
তিনি আরো জানান, নীলফামারী ৫৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে থাকা পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিজিবি সদস্যরা। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সনাতন হিন্দু ধর্মালম্বী মানুষ যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে ৫ অক্টোবর থেকে দিনরাত তৎপর রয়েছে ৫৬ বিজিবি। নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে পঞ্চগড় জেলার ৪২ টি পূজা মন্ডপ রয়েছে। এছাড়া পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সর্বদা যোগাযোগ করছে। পূজা মন্ডপে যদি কোন ধরনের নাশকতামূলক ও সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটে বা ঘটনার সম্ভাবনা থাকে তাহলে সাথে সাথে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি পূজা মন্ডপের কমিটির সাথে বিজিবি টহল দল সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছেন।পূজা মন্ডপে ৯ প্লাটুন বিজিবি সদস্য ২৪ ঘন্টা টহল পরিচালনা করছে। সেক্ষেত্রে অন্যান্য আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং পূজামন্ডপ পরিচালনা কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয়ে রেখে টহল পরিচালনা করা হচ্ছে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত বিজিবি এই নিরাপত্তা কার্যক্রম একই ধারায় অব্যাহত থাকবে।