এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জীবন মহল পার্ক এর সাম্প্রতিক ঘটনায় টান-টান উত্তেজনার মধ্যদিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জীবন মহলে ও অসামাজিক কার্যকলাপ বন্ধসহ জীবন চৌধুরীর বিচার ও দরবারশরীফ বন্ধের দাবিতে ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর নিকট স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি খায়রুজ্জামান, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাবিদ, বিরল উপজেলা সভাপতি মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ফারহান আব্বাস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু রায়হান, উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ফজলে রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ এক বিশেষ মোনাজাতে অংশ নেন।
অপরদিকে একই সময় জীবন মহল পার্কের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিরা ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জীবন মহল পার্কের প্রধান গেটের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বক্তব্য রাখেন।
এ সময় পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করলেও স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সক্রিয় ভূমিকা পালনের কারণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ১৬ আগস্ট শনিবার রাতে উপজেলার কাঞ্চন মোড় এলাকায় জীবন মহল পার্ক এর হোয়াইট হাউস রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে জীবন মহল পার্ক ও রিসোর্টের ম্যানেজার মোজাম্মেল হক ও সহকারী ম্যানেজারন জুয়েল রানা’সহ ৭ জন নারী-পুরুষকে নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।
এ অনৈতিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে ইসলাম প্রিয় তৌহিদী জনতা জীবন মহল পার্ক এর হোয়াইট হাউস রিসোর্ট বন্ধের দাবী তোলেন।