ঢাকাMonday , 18 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন

Mahamudul Hasan Babu
August 18, 2025 2:17 pm
Link Copied!

সুমন মালাকার  কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ অভয়াশ্রম গড়ে তুলি”দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে
বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে বলুহর বাওড়ে গিয়ে মাছের পোনা অবমুক্ত করেন পরে হ্যাচারি কমপ্লেক্সের ট্রেনিং সেন্টারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক,জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাজুল ইসলাম, মৎস্য হ্যাচারি কমপ্লেক্সের প্রশিক্ষক কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম,কৃষি অফিসার জাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, জনস্বাস্থ প্রকৌশলী জিল্লুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন খান, সাধারণ সম্পাদ আব্দুল্লাহ বাশার, বৈষম্য ছাত্র আন্দোলনের হৃদয় আহসান, সাংবাদিক আবুল হাসান, রোকনুজ্জামান প্রমুখ।
সে সময় স্হানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৩ জন কে ক্রেস্ট  দেওয়া হয় ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা।
এ সময় মৎস্য চাষী, বাওড় ইজারাদার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।