এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরলে (১৮-২৪ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে বিরল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে ও বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেদীপ্ত সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টীর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মোকাম্মেল হোসেন, ১২ নং রাজারামপুর ইউপি বিএনপি’র সভাপতি মহসিন আলী, মৎস্য চাষী ফজলে রাব্বি প্রমুখ। আলোচনা শেষে রুই মাছ চাষে রুহুল আমীন, গুলসা মাছ উৎপাদনে মহসিন আলী এবং পাঙ্গাস মাছ চাষে শংকর রায় ব্যাপক সাফলতা অর্জন করায় তাদেরকে পুরস্কৃত করা হয়।
এর আগে সকালে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর আনসার ভিডিপি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত ২২ জুলাই ২০২৫ রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনার কারণে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে স্থগিত করা হয়েছিল।