ঢাকাMonday , 18 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

Mahamudul Hasan Babu
August 18, 2025 2:20 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.)মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান-এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সফল মৎস্য চাষী মোঃ শাহাজাহান,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, রংপুর মহানগর সাবেক ছাত্র শিবিরের সভাপতি মোঃ বদরুল ইসলাম, উপজেলা জাগপা’র সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান,মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও মৎস্য চাষী মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সফল মৎস্য চাষী মোঃ নিয়াজ আলী প্রমুখ। সভায় বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা, মাছ ধরার অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। অভয়াশ্রম গড়ে তুলতে হবে এবং রক্ষা করতে হবে, যাতে ভবিষ্যত প্রজন্ম দেশীয় মাছের সাদ পায়।
আলোচনা সভা শুরুর পূর্বে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতীর ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, মৎস্যচাষী,মৎস্যজীবি সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।