ঢাকাTuesday , 19 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে  বিএসএফ  

Mahamudul Hasan Babu
August 19, 2025 1:03 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :  মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর নিকট বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

জানা গেছে, হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে সীমান্তে এনে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

মালতি অধিকারী বলেন, আমি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দির্ঘদিন ধরে বসবাস করে আসছিলাম। সেখানে আমার বিয়ে হয়,বছর তিনেক হবে আমার স্বামী মারা গেছে,আমার মেয়ে ও নাতীরা ওখানেই আছে। আর আমি এখন বাংলাদেশে।

শেফালী খাতুন বলেন, আমাদের ভারতে আত্মীয় স্বজন আছে। তাই আমি ওখানে দশ বছর আগে গিয়ে বসবাস শুরু করি। ২৭ মাস আগে আমাকে ওখানকার পুলিশ ধরে আদালতের মাধ‍্যমে বেআইনি ভাবে যাওয়ার জন‍্য দুই বছর কারাদণ্ড দেয়। অথচ আমাকে দুবছর বাদে আরো তিন মাস বেশি করে কারাগারে রেখে গতকাল ধরে এনে বাংলাদেশে পাঠিয়ে দিলো।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমারের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিএসএফ প্রতিনিধি দল। অপরদিকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপির নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল উপস্থিত ছিলেন।