ঢাকাWednesday , 20 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

Mahamudul Hasan Babu
August 20, 2025 12:57 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগষ্ট) বিকালে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী গ্রামে ও বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী গ্রামের সুজন ইসলামের কন্যা মুনিয়ারা (১৬) ও বলরামপুর গ্রামের অনিক এর পুত্র মোহন (৪)। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব পানিতে ডুবে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসলে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে তাদের মৃত ঘোষনা করা হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানান যায়, মুনিয়ারা বাড়ীর পাশ্ববর্তী পুকুরে গোসল করার জন্য গেলে সে গভীর পানিতে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে শিশু মোহন খেলার সময় বাড়ীর পাশের পুকুরে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। একই দিনে পানিতে ডুবে শিশু সহ দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকার শোকের ছাড়া নেমে এসেছে।