বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বোদা ধানহাটি মাঠে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে আলোচনা সভা ও র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুরøাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, যুব দলের সদস্য সচিব সোহল রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব আল আমিন সরকার, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুল ইসলাম আকাশ সহ নেতৃবৃন্দ।
পরে অতিথিবৃন্দের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্য বলেন, আওয়ামীলীগ সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনা গুম, খুন জুলুম করে ক্ষমতায় থাকতে পারেনি। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে সজাগ থাকতে হবে যাতে গণহত্যাকারীরা ঐক্যবদ্ধ না হতে পারে।