বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামে গতকাল রাতে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি পরিবার ক্ষতিগ্রস্থের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ পরিদর্শন করে আর্থিক সহযোগীতা প্রদান করেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্থ্য বাড়ীঘর ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় সহায়তা সহ সমবেদনা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল সহ মামুন, মোস্তফা সহ ময়দানদিঘী ইউনিয়ন বিএনপি ও ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ।
গতকাল রাতে হরিপুর গ্রামে গুল জালাল এর পুত্র সবুজ ইসলাম ও সুজন, পয়জলের পুত্র ফারুক ও মানিক, মৃত্যু খুরকুন্দুর পুত্র ফয়জল এবং মৃত হাবিবুর রহমান এর স্ত্রী শাপলা আক্তার সহ মোট ৫টি বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি ঘর ভস্মিভুত হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্থ্য সবুজ জানান, আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কষ্ট করে আমরা তিলে তিলে ঘরবাড়ী তৈরী করেছি। আজ ফরহাদ হোসেন আজাদ পরিদর্শন করে সহায়তা প্রদান করায় আমরা কিছুটা হলেও সান্তনা পেয়েছি।