ঢাকাThursday , 21 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে সহস্রাধিক রিয়েক্টিফাই স্পিরিটসহ আটক-২

Mahamudul Hasan Babu
August 21, 2025 11:42 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ ‎রংপুরের পীরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এ্যালকোহল জাতীয় রিয়েক্টিফাইয়ের ১ হাজার ৭৯ পিচ বোতলসহ ২ জনকে আটক করেছে।
যৌথবাহিনী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগ্রেড এর ৩৪ ইষ্ট বেঙ্গল (মেক:) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের যৌথবাহিনীর একটি দল টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১টি মিশুক গাড়ীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই মিশুকটির গতি রোধ করে তল্লাশী চালায়। এ সময় ৫টি কার্টুনে এ্যালকোহল জাতীয় রিয়েক্টিফাইয়ের ১ হাজার ৭৯ বোতল উদ্ধারসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলো, উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) ও একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো: রাকিব হোসেন (২২)। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করেন যৌথবাহিনী।
পীরগঞ্জ থানার ওসি শফিকুর ইসলাম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।