বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে হরিপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, কম্বল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সহায়তা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ওয়ালিফ মন্ডল
পরিবার প্রতি ১ বান্ডিল করে ৫ বান্ডিল টিন,২ টি করে ১০ টি কম্বল এবং শুকনো খাবার এর প্যাকেট ১ টি করে ৫ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি পরিবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে টিন, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হলো।
তিনি আরো বলেন অগ্নিকান্ডের ঘটনায় যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রশিক্ষণ গ্রহণ করা সকলের দায়িত্ব। সকলকে এ বিষয়ে সচেষ্ঠ থাকার অনুরোধ জানান। পরবর্তীতে আবারো তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।