বাদশা আলম, শেরপুর, বগুড়া – “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” – এই হৃদয়ছোঁয়া স্লোগানকে বুকে ধরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন তাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বগুড়ার শেরপুরে একটি জমকালো পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে। ২২ আগস্ট ২০২৫ শুক্রবার সকালে শেরপুর পৌরসভার সান্যালপাড়ায় শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় এই মহৎ কার্যক্রম, যা ছিল সারাদেশে ৯০০টি স্থানে একযোগে পরিচালিত অভিযানের অংশ।
পৌর শহরের দুটি স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করে বিডি ক্লিনের সদস্যরা এলাকাবাসীকে উপহার দিয়েছে একটি সতেজ ও পরিচ্ছন্ন পরিবেশ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শেরপুর উপজেলায় এটি ছিল তাদের তৃতীয় কার্যক্রম।
এই উৎসবমুখর অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা উপ-সমন্বয়ক তৌহিদ রানা, সমন্বয়ক মোঃ আব্দুল হান্নান, সহকারী সমন্বয়ক মাহমুদুল হাসান মুজাহিদ, লজিস্ট্রিক সাপোর্টে জাফর সাদিক, এবং আইটি ও মিডিয়া দায়িত্বে এনামুল হক ও মামুনুর রসীদ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অভিযানটি হয়ে উঠেছে স্মরণীয়।
পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার ইকবাল হাসান সনি, ব্যবসায়ী নাছের এবং শিহাবুল ইসলামসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। তাদের উৎসাহ ও সমর্থন এই অভিযানকে আরও গতিশীল করেছে।
বিডি ক্লিনের সদস্যরা জানিয়েছেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে কেবল সংগঠনের প্রচেষ্টা যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিকের এগিয়ে আসা উচিৎ । “আপনার একটি ছোট পদক্ষেপই পারে সমাজে বড় পরিবর্তন আনতে,” এই বার্তা নিয়ে বিডি ক্লিন সবাইকে উদ্বুদ্ধ করছে।