ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলামের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
August 24, 2025 5:54 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম বলেছেন, জাতিবর্ণ নির্বিশেষে সকলে আমরা ভাই ভাই। তাই জাতিবর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। তবেই দেশের সকল নাগরিক স্বাধীনভাবে সকল অধিকার ভোগ করতে পারবে।

শনিবার বিকালে উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোপালপুর গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে ভান্ডারা ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা রবিউল গনি, পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আল ইমরান প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুমন রেজা, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, জেলা প্রচার দলের সাংগঠনিক সম্পাদক তারিফ মাহমুদ প্রমূখ।