আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাচাই বাছাই করে ১ জন করে প্রকৃত দুস্থ অসহায় ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন,,গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী,বিজিবির তেঁতুলবাড়ীয়া কোম্পানী কমান্ডার মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী সভার শুরুতেই চেক বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বকবতব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ভিক্ষুকদের আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলায় মাত্র ১১ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলায় মোট বরাদ্দ ৩ লাখ ৪৬ হাজার ৯ শ’ টাকা মাত্র। জনপ্রতি ৩১ হাজার ৫৩৫ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,ইউপির চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ , সিনিয়র সাংবাদিক অমিরুল ইসলাম অল্ডাম সহ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।