এম এ শাহীন : রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩নং ইকোরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান ওরফে লিংকন (৪৭) কে গ্রেপ্তার করেছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলার বামনদিঘী বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ইকোরচালী ইউনিয়নের মেনানগর হাজীপাড়া গ্রামের মৃত. আব্দুর রহমান ওরফে বাচ্চুর ছেলে।
জানা গেছে, বিশেষ আটক আদেশের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার বামনদিঘী বাজার থেকে তাঁকে তারাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
তিনি ২০২১ সালের তৃতীয় ধাপে (নভেম্বর মাস) অনুষ্ঠিত হওয়া ৩নং ইকোরচালী ইউনিয়ন পরিষদ নির্বাচন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও স্বতন্ত্রপ্রার্থী ইদ্রিস উদ্দিনে কাছে পরাজিত হন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ ফারুক জানান , গ্রেপ্তার আতিউর রহমান (লিংকন)কে বিশেষ আটক আদেশের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ৩নং ইকোরচালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
তাকে আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এখন তিনি তারাগঞ্জ থানা পুলিশ হেফাজতে আছেন।