ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে চেয়ারম্যান, ইউপি সদস্য ও ভূমি কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Mahamudul Hasan Babu
August 26, 2025 9:27 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ ‎‎রংপুরের পীরগঞ্জে জমি দলখকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যাক্তিদের ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় পীরগঞ্জে চেয়ারম্যান, ইউপি সদস্য ও ভূমি কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে । এ মামলা দায়ের করেন মৃত্য গোলাম মোস্তফার ছোট ভাই চান মিয়া। মামলায় উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনজুর হোসেন মন্ডল, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আখেরুজ্জামান, ইউপি সদস্য এনামুল হক ও মেজবাহুর রহমান সহ ৩০ ব্যাক্তির নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জনৈক আবুল কাশেম মিয়ার সঙ্গে প্রতিবেশী আব্দুল জলিল মিয়ার ১ একর ৭৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা পাল্টা মামলাও চলছে। সাম্প্রতিক সময়ে আবুল কাশেম মিয়া আদালতের একাধিক রায়, ভোগদখল, খারিজ খাজনা ও বর্তমান রেকর্ডমূলে উক্ত জমি একই ইউনিয়নের মাইকড় গ্রামের সামছুজ্জামান এর নিকট বিক্রি করেন। শামছুজ্জামান ক্রয়কৃত জমিতে চারা ধানও রোপন করেন।
এদিকে ২০ আগষ্ট দুপুরে বিরোধপূর্ণ ওই জমি নিজেদের দাবি করে আব্দুল জলিলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চারা ধান উপড়ে ফেলে এবং নতুন চারা ধান রোপন করার চেষ্টা করে। সংবাদ পেয়ে জমি ক্রেতা ফুল মিয়া ও তার লোকজন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে উভয়ের মাঝে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যেকার সংঘর্ষে আব্দুল জলিলের পুত্র গোলাম মোস্তফা সহ প্রতিপক্ষের আজম মিয়া (২৮), তপন মিয়া (৩৫) ও হাফিজুর রহমান (৪৫) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগষ্ট গোলাম মোস্তফা মারা যায়।
মামলার বিষয় নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ হত্যা মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।