আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: প্রতিষ্ঠাকালিন সময় থেকেই জাপান অর্থায়নে গড়ে ওঠা সন্ধানী সংস্থা নানান ভাবে মানুষের সেবা দিয়ে আসছে। তারই একটি অংশ সন্ধানী স্কুল এন্ড কলেজ।
২০০০ সালে সন্ধানী সংস্থার পক্ষ থেকে মেহেরপুরের গাংনী উপজেলায় প্রতিষ্ঠিত হয় ‘অন্বেষা’ নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকেই সফলতার সাথে গৌরবময় ফলাফল বয়ে নিয়ে আসছে। শিক্ষার্থীদের নৈতিক মানবিক ও সুশৃংখলভাবে গড়ে তোলায় এই সংস্থার মূল লক্ষ্য বলে জানা যায়। আজ এই সংস্থাটি তার লক্ষ্যে সফল হয়েছে বলে শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত পাওয়া যায়।
শিক্ষা উন্নয়নে ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তীতে ২০০৬ সালে এর নাম করন করা হয় ‘সন্ধানী স্কুল এন্ড কলেজ’।
বর্তমানে এই প্রতিষ্ঠানটি স্কুল এন্ড কলেজের পাশাপাশি নার্সিং ইনস্টিটিউটও সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। নার্সিং ইনস্টিটিউট থেকে প্রতি বছরই এই সংস্থা থেকে শিক্ষার্থীরা সফলতার সাথে ট্রেনিং শেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সফলতার সাথে সেবা দিয়ে আসছে।
নানান উন্নয়নের মাঝে শিক্ষার দিক দিয়ে সফলতার ধারা বজায় রেখে চলেছে সন্ধানী সংস্থা।
তারই ধারাবাহিকতায় এবছরেও অর্থাৎ ২০২৫ সালের এসএসসি পরীক্ষাতেও ফলাফলের দিক দিয়ে মেহেরপুর জেলার শীর্ষস্থানে সন্ধানী স্কুল এন্ড কলেজ।
এ বছর স্কুল এন্ড কলেজ থেকে ১৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩৮ জনই সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৬২জন এ’ প্লাস অর্জন করেন। শিক্ষার্থী ও ফলাফলের দিক বিবেচনায় জেলার শীর্ষে রয়েছে গাংনীর সন্ধানী সংস্থার শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
সফলতার এই ধারাবাহিকতার জন্য সন্ধানী সংস্থার পরিচালক মহাঃ আবু জাফর, শিক্ষার্থী ও অভিভাবক সহ শিক্ষক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।