Sun. Nov 24th, 2024

মেহেরপুরে প্রাকৃতিক দুর্যোগ রোধে মুকুল যুব ও সেবা সংঘের বৃক্ষরোপন কর্মসূচী

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে মুকুল যুব ও সেবা সংঘের উদ্যোগে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ রোধের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। রাস্তার পার্শে ও পতিত জমিতে বিভিন্ন বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপন ও তালবীজ বপন কর্মসূচি গ্রহন করা হয়।
‘সবুজ পাতার অবুঝ হাসি ,গাছ তোমােেক ভালবাসি’এই শ্লোগানকে সামনে রেখে মুকুল যুব ও সেবা সংঘের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে গাংনীর ধানখোলা শিশিরপাড়া মাদিয়ার বিলের রাস্তার দুপাশে বৃক্ষরোপন ও অসংখ্য তালবীজ রোপন করা হয়েছে।
গাংনী উপজেলা বন বিভাগের প্রতিনিধি আব্দুল হক এর পরামর্শ ও দিকনির্দেশনায় তালবীজ রোপন করা হয়। এসময় বিশিস্ট সমাজ সেবক আব্দুর রব, মুকুল যুব ও সেবা সংঘের সভাপতি আসাদুল্লাহ আহম্মেদ,নির্বাহী পরিচালক মোহা. বদরুদ্দোজা,মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, শাহীন রেজা জুয়েল, সংঘের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, মন্টু, সোহরাব হোসেন দিপু মাষ্টার, রোকুনুজ্জামান ও আরও অনেকে।

Related Post

Leave a Reply