ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 28, 2025 2:16 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ‘মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় নগর উন্নয়ন অধিদপ্তর ও গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিওমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মেহেরপুর জেলা উন্নয়ন প্রকল্প পরামর্শক ড. আ.ন.ম শফিকুল আলম শাহীন, সিজিআর , কনসাল্টট্যান্ট সিও ফয়াদ হাসান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মেহেরপুর জেলা উন্নয়ন প্রকল্প পরামর্শক জামালউদ্দীন, প্রকল্প ব্যবস্থাপক সাইফুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক ইয়ারুন্নেছা খানম, প্রকল্প পরিচালক ও সিনিয়র প্লানার এবং নগর উন্নয়ন অধিদপ্তর ঢাকার সিনিয়র প্লানার আহমেদ আক্তারুজ্জামান, গাংনী পৌরসভার সদস্য সচিব সহকারী প্রকৌশলী শামীম রেজা, প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক ও সাবেক সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতি মকবুল হোসেন মেঘলা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ,গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই নগর উন্নয়ন অধিদপ্তরের বিশেষজ্ঞ প্যানেল প্রজেক্টেরের মাধ্যমে মেহেরপুর জেলার মাটি, পানি, আয়রন, আর্সেনিক, জলবায়ু,পরিবেশ, পরিবহন, গাছপালা, পশু-পাখি, পোকা মাকড় ইত্যাদি নিয়ে যে জরীপ চালিয়েছেন তার বর্ননা উপস্থাপন করেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে টেকসই উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,ইউপির চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ , সিনিয়র সাংবাদিক অমিরুল ইসলাম অল্ডাম সহ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।