বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট বানিয়াপাড়া গ্রামের একটি পুকুর থেকে মুখ বাধা অবস্থায় লাশটি উদ্ধার হয়। ওই ব্যক্তি চন্দনবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ছাবিরুল ইসলামের পুত্র সোহেল ইসলাম। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে স্থানীয়রা পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, পুকুর থেকে উদ্ধার করা ওই ব্যক্তির লাশ মুখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় মানুষ জানান, কিছুদিন থেকে তাদের মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। তবে জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে ।