আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া এগারো পাড়া আলিম মাদ্রসার নিয়মিত গভার্ণিং বডির সভাপতি পদে ৫ জন প্রার্থী তাদের আবেদন দাখিল করেছেন।
আবেদনের শেষ দিন ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আব্দুল হান্নানের নিকট তারা আবেদনপত্র জমা দেন।
এর আগে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর মানিকদিয়া এগারো পাড়া আলিম মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে অধ্যক্ষ আব্দুল কাদের গত ২৫ আগস্ট সভাপতি পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
দাতা সদস্য জাহিদুল হক সাজু ২৮ আগস্ট দুপুর ২ টার পরে অনলাইনের মাধ্যমে আবেদন পাঠালে নির্দিষ্ট সময় পার হওয়ায় তার আবেদন গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন দায়িত্বে থাকা সহকারী অধ্যক্ষ আব্দুল হান্নান।
মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন,মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মনিরুল ইসলাম, মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠন- ২০২৫ উপলক্ষে ৩০-০৭-২০২৫ খ্রিঃ তারিখে তফসিল ঘোষণা করে।
উক্ত তফসিল অনুযায়ী ০৩-০৮-২০২৫ হতে ০৫-০৮-২০২৫ তারিখের মধ্যে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি,দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য পদে আবেদন পত্র গ্রহণ ও জমাদান করার আহ্বান করে ০৭-০৮-২০২৫ তারিখে বাছাই ও ১২-০৮-২০২৫ তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়।
মনোনয়নপত্র বাছাই শেষে ১৩-০৮-২০২৫ তারিখে অভিভাবক সদস্য পদে ০৫ জন, শিক্ষক প্রতিনিধি ০৪ জন,দাতা সদস্য ০১জন ও প্রতিষ্ঠাতা সদস্য পদে ০১জন হিসেবে মোট ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পরবর্তীতে ২৫-০৮-২০২৫ খ্রি্ঃ তারিখের নোটিশে উক্ত তারিখ হতে ২৮-০৮-২০২৫ তারিখ দুপুর ১টা পর্যন্ত উক্ত মাদ্রাসার সভাপতি পদে মনোনয়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতাসহ আবেদনপত্র আহ্বান করা হয়। উক্ত তারিখ বেলা ১ টা পর্যন্ত মোট ০৫ জন প্রার্থী সভাপতি পদে আবেদনপত্র দাখিল করেন।
আবেদনকারী প্রার্থীরা হলেন ১.মোঃ কামরুজ্জামান,২.মোছাঃ দিলরুবা ইয়াছমিন,৩.মোঃজহুরুল ইসলাম ৪.মোহাঃ মোখলেসুর রহমান ও ৫.মোহাঃ শাহীন উল কাদির।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ কাদের ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল মোঃ আঃ হান্নান নিশ্চিত করেছেন যে,২৮-০৮-২০২৫ তারিখ বেলা ১ ঘটিকা পর্যন্ত উক্ত ০৫ জনের আবেদন পেয়েছেন এবং তা রেজিস্ট্রার খাতায় নথিভুক্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও জানান যে, নির্ধারিত তারিখ ও সময়ের পর আইনানুযায়ী আর কোন আবেদনপত্র গ্রহন করা হবে না।