এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : নির্বাচনী এলাকায় পাঁয়ে হেঁটে গনসংযোগে এগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।
শুক্রবার সকালে সম্ভাব্য এই প্রার্থী পাঁয়ে হেঁটে বিরল উপজেলার রামপুর বাজার থেকে শুরু করে বুনিয়াদপুর বাজার, কালিরহাট, নাকুচিতলা হয়ে ভাবির মোড় পর্যন্ত ব্যপক গণসংযোগ করেন। এসময় তিনি সব বয়সী মানুষের সাথে কুশোল বিনিময় করে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। গনসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন।