বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় দুটি খাদ্যদ্রব্য উপৎপাদনকারী প্রতিষ্ঠানে যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ এর নেতৃত্বে যৌথবাহিনী ও প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বোদা থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরী ও বিএসটিআই অনুমোদন না থাকায় বোদা পৌর সদরের দাড়ীপাড়া গ্রামের নর্থ বেঙ্গল মুড়ির মিল মালিককে ১০ হাজার টাকা ও চন্দনবাড়ী এলাকার মিস্টার ফুড বেকারী এন্ড কনফেকশনারীর মালিককে ২০ হাজার জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও অনুমোদন না থাকায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স গ্রহনের পর উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ জানান, অভিযোগের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উপৎপাদন করা হচ্ছিল এবং তাদের বিএসটিআই ও পবিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন নেই। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।