মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে পাটের বাম্পার ফলন হয়েছে। গতবারের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় হাসি ফুটেছে চাষীর মুখে। ফলে এবার গত বছরের লোকসান কাটিয়ে উঠবে পাট চাষীরা। গত কয়েক বছর লাভবান হওয়ায় পাট চাষের দিকে ঝুকে পড়েছে উপজেলার কৃষকরা। সোনালি আঁশ খ্যাত পাট তার হারানো ঐতিহ্যে ফিরছে। বাজারে বেড়েছে পাটের কদর ফলে চাষ বাড়িয়ে দিচ্ছে কৃষক। গত বছর পাটের দাম বেশি হওয়ায় পাট চাষ করে চাষীরা অনেকটা লাভবান হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ হয় অত্র উপজেলায়। পাটের ভালো ফলন দামও বেশ খুশি উপজেলার পাট চাষীরা। উপজেলার বড় পাটের হাট খালাশপীর, চতরা, মাদারগঞ্জ ও শানেরহাট ঘুরে দেখা যায়, প্রতি মণ পাট ৩ হাজার ২’শ থেকে সাড়ে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
পাট ব্যবসায়ী আউয়াল মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন- গত বছর ১ মন পাট আড়াই থেকে তিন হাজার টাকায় কিনেছিলাম তা এবার সাড়ে ৩ হাজার টাকা করে কিনতেছি। হাটে পাট বিক্রি করতে আসা একাধিক কৃষকের সাথে কথা হলে তারা জানান, ১ মন পাট ফলাতে প্রায় দেড় থেকে ২ হাজার টাকা ব্যয় হয় হাটে বিক্রি করছি ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়। তাই এবার লাভবান হবে চাষীরা। গত বছরের তুলনায় চলতি বছর পাট চাষ বেশি হয়েছে উপজেলার ইউনিয়ন গুলোতে। বিগত কয়েক বছর থেকে উৎপাদন খরচ ও পাটগাছ থেকে আঁশ ছাড়ানোর শ্রমিক সস্তা থাকায় উৎপাদন ব্যয়ও ছিল কম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোটা উপজেলায় প্রায় ২ হাজার ৩’শ ৫৫ হেক্টর জমিতে পাট চাষ এর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে দেশী জাতের চাষ হয়েছে ১’শ ৩৫ হেক্টর ও তোষা জাতের ২ হাজার ২’শ ২০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৩ মেট্রিক টন নির্ধারণ থাকলেও তা ছাড়িয়ে যাবে বলে আশা করছে উপজেলা কৃষি অফিস। উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের চাষী মোয়াজ্জেম, পীরগঞ্জ ইউনিয়নের হিলি গ্রামের কৃষক রাজা মিয়া বলেন, আমি এ বছরই প্রথম পাটের আবাদ করেছি ফলন বেশ ভালো হয়েছে। শানেরহাট ইউনিয়নের কৃষক রব্বানী মিয়া, হরিরামশাহাপুর গ্রামের কৃষক নিবারন চন্দ্র জানান, পাট চাষের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় পাটগাছ বড় হয়েছে দ্রুত। আঁশও মোটা হওয়ায় ফলন বেশি হয়েছে। এ রকম বাজার থাকলে আগামীতে পাট চাষ বাড়তে পারে বলেও জানান।
এ বিষয়ে উপজেলা পাট কর্মকর্তা মোছাঃ চায়না খাতুন জানান, কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে পাট চাষীদের প্রশিক্ষন দিয়েছে উপজেলা পাট বিভাগ সেই সাথে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। চলতি বছর কৃষকদের আগ্রহী ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রায় ৩ হাজার কৃষকের মাঝে সার বীজ দেয়া হয়েছে। তিনি আরও জানান, উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের সাথে পরামর্শ করে পাটচাষে উদ্বুদ্ধ করতে লক্ষ্যে প্রশিক্ষণ দিয়েছে পাট বিভাগ। এই বাজার অব্যহত থাকলে আগামীতে পাট চাষে আরও আগ্রহী হবে কৃষকরা। চলিত মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভালো ফলন হয়েছে জানান তিনি।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ বলেন, সোনালী আঁশ খ্যাত পাট তার হারানো গৌরব ফিরে পাচ্ছে। দিনদিন পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।