মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।গাছ লাগিয়ে গড়ব দেশ সুন্দর হবে বাংলাদেশ,দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব ঘাঁটি এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় সভা হয়েছে।
৭ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ গাছের চারা বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম খান-এঁর সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, এবিএম ফারুক সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে। গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি আমাদের অর্থনীতি ও জীববৈচিত্রের জন্যও অপরিহার্য। একটি গাছ একটি জীবনের সমান মূল্যবান।তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব চেতনা গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রধান অতিথি মতবিনিময় শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।