ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে পরাজিত হবে জেনে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে একটি দল : ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
September 10, 2025 5:35 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : নির্বাচনে পরাজিত হবে জেনে একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

বোদা পৌরসভার ১ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত তিনি কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষের একমাত্র দল বিএনপি৷ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি নিজেই একটি সেক্টরের কমান্ডার হিসাবে যুদ্ধ করেছেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ছয় মাসের মধ্যে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজন ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ দুলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সিনিয়র সহ সভাপতি আবু সাদাত মো: সায়েম রুবেল, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ।

এ সময় বিএনপির সদস্যদের সদস্য নবায়ন এবং নতুন সদস্য ফরম বিতরণ করা হয়। পরে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।