ঠাকুরগাঁও প্রতিনিধি: “আমার স্বামীকে হারিয়েছি মাত্র দুই মাস হলো। সংসারে হঠাৎ ঝড় নেমে এসেছিল। কিন্তু আজকের দিনে মনে হচ্ছে তিনি আমাদের জন্য একটা নিরাপত্তা দিয়ে গেছেন।” চোখ ভেজা কণ্ঠে এভাবেই বলছিলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আলতারা খাতুন।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে স্বামী মোসলেম উদ্দিনের মৃত্যুর পর দুই মাসের মাথায় হাতে পেলেন ২৩ লাখ টাকার বীমার চেক। এই অর্থটি হস্তান্তর করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঠাকুরগাঁও জেলা শাখা।
‘মৃত্যু দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি আলতারা খাতুনের হাতে আনুষ্ঠানিকভাবে ২৩ লাখ টাকার চেক তুলে দেন।
এ সময় পয়গাম আলী বলেন, “মানুষের জীবনে মৃত্যু অনিবার্য। তবে জীবনের নিরাপত্তা দিতে বীমা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মোসলেম উদ্দিন আজ আর নেই, কিন্তু তার প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে পরিবারকে আর্থিক সুরক্ষা দিয়ে গেছেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সন্ধানী লাইফ প্রধান কার্যালয়ের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিমাই কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ.এন.এম রোকন উদ্দীন, সন্ধানী লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল এবং জিএম ও ইনচার্জ হাবিবুর রহমান।
বক্তারা বলেন, বীমা এখনো বাংলাদেশের গ্রামগঞ্জে অনেকটাই অবহেলিত একটি বিষয়। অথচ এর মাধ্যমে পরিবারকে বিপদে সুরক্ষা দেওয়া সম্ভব। তাঁরা মনে করেন, সচেতনতা বাড়লে আরও বেশি মানুষ বীমার সুবিধা নিতে আগ্রহী হবেন।
সভায় বীমা খাতের উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো, নতুন প্রোডাক্ট চালু এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার নানা দিক তুলে ধরা হয়।
সন্ধানী লাইফের সিইও নিমাই কুমার সাহা বলেন,
“আমরা চাই মানুষ বুঝুক বীমা কোনো প্রতারণা নয়, বরং জীবনের সুরক্ষা। সময়মতো দাবি পরিশোধই আমাদের প্রতিষ্ঠানের মূল শক্তি। ঠাকুরগাঁওয়ে আজকের এই চেক হস্তান্তরই তার প্রমাণ।”