বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার শেরপুরে ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে এক কিশোরী (১৬) ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম রেজা(২৮) সহ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে থানা পুলিশের কাছে ভয়ভীতি, ব্ল্যাকমেইল, শ্লীলতাহানি, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যানী গ্রামের নূরআলম সেখ জুয়েলের কিশোরী কন্যাকে চর কল্যানী গ্রামের মৃত সালাম মোল্লার ছেলে সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম রেজা গত দুই বছর ধরে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে ওই কিশোরী তার প্রস্তাবে রাজি হলে বিভিন্ন সময়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ সময় শামীম রেজা গোপনে মোবাইলে সেগুলোর ভিডিও ধারণ করে রাখে। পরে ওই কিশোরী জানতে পারে শামীম রেজা বিবাহিত। এতে তিনি সম্পর্ক ছিন্ন করতে চাইলে শামীম ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বারবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
অভিযোগে আরও জানা যায়, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শামীম আবারো কিশোরীর ঘরে ঢুকে ব্ল্যাকমেইল করতে থাকে। এ সময় কিশোরীর পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শামীম মোবাইল ফোনে তার সহযোগীদের খবর দেয়। পরে চর কল্যানী গ্রামের মতি মন্ডলের ছেলে মোতালেব মন্ডল (২৫), আবু মন্ডলের ছেলে খোকন (২৬), নিহরব মন্ডলে ছেলে নাহিদ মন্ডল (২২) ও আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গালিগালাজ, ভাঙচুর ও মারপিট চালায়। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ভুক্তভোগীসহ পরিবারের কয়েকজন আহত হয়। তাদের আত্ম চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কিশোরী বাদি হয়ে উল্লেখিত সহ ৩/৪ জন অজ্ঞাত ব্যাক্তির নামে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।