ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ফসলি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 14, 2025 5:48 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল, মহব্বতপুর, বাদিয়াপাড়া, কামারখালি, ষোলটাকা ও সহড়াবাড়িয়া গ্রামের কৃষকদের উদ্যোগে ফসলি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন যাবত গাংনী উপজেলা তেরাইল,মহব্বতপুর,বাদিয়াপাড়া,কামারখালি, ষোলটাকা,সহড়াবাড়িয়া সহ আশপাশের গ্রামে ফসল নষ্ট হচ্ছে। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।

পরে কৃষকরা জেলা প্রশাসকের কাছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।