Sun. Nov 24th, 2024

মায়ের লাশ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ২ বোনের

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:মায়ের মৃত্যুর খবর শুনে শেষ বারের মতো মাকে দেখতে ছুটে যাচ্ছিলেন গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামে। পথেই ট্রাক চাপায় প্রাণ হারান গার্মেন্টস কর্মী দুই বোন।
রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে নূপুর আক্তার (২২) একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। নূপুর ও রুনা সম্পর্কে চাচাতো বোন। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামসহ তারা তিনজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন।শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, শনিবার রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইল নিয়ে নূপুর আক্তার, তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার ঢাকা থেকে রওনা হন। মোটরসাইকেলটি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের এসে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যান। গুরুতর আহত চালক রাকিবুল ইসলামকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন।

Related Post

Leave a Reply