আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সরকারি কলেজ ও গাংনী সরকারি ডিগ্রী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শ্ক্ষিার্থী সম্মেলন কক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর এর সভাপতিত্বে শিক্ষক, অভিভাবক ও একাদশ শ্রেনিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপস্থিতিতে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়। এসময় কলেজের উপাধ্যক্ষ সহ বেশীরভাগ সহকারী অধ্যাপক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় গাংনীর কৃতি শিক্ষার্থী ও গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিল্পী উলমাতুন নেছা পুর্ণিমা ।
একইভাবে গাংনী সরকারি ডিগ্রী কলেজেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদানের শুভ উদ্বোধন করা হয়েছে। গাংনী সরকারি ডিগ্রী কলেজের আয়োজনে ভর্তি কমিটির আহ্বায়ক শাহীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম।
আজ সোমবার সকাল ১১ টার সময় গাংনী সরকারি ডিগ্রী কলেজের হলরুমে পাঠদানের শুভ উদ্বোধন করা হয়। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানার সঞ্চালনায় এসময় কলেজের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপকবৃন্দ ও ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।