মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নে করতোয়ার চরে দীর্ঘ ১ যুগ ধরে চলমান জুয়ার মুল হোতা ধর্মদাশপুর (উচাপাড়)গ্রামের আতোয়ার(৪০)কে যৌথ বাহিনী গ্রেফতার করেছে। সে উক্ত গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে অপর ২ সহযোগীসহ আতোয়ারকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে-বড় আলমপুর গ্রামের শিমুলবাড়ি গ্রামের গোলজার রহমানের ছেলে মেহেদুল(৩৮)ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে তারাজুল ইসলাম(৩৬)। পুলিশ জানায়,এদের বাড়ি তল্লাসী চালিয়ে নগদ ২ লাখ টাকা ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য,দীর্ঘ এক যুগ ধরে আতোয়ারের নেতৃত্বে করতোয়ার চরে রীতিমতো সামিয়ানা টানিয়ে ঢাক ঢোল পিটিয়ে স্থানীয় প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জুয়া চালানো হতো। রোজ সাইকেল মোটর সাইকেল এমনকি মাইক্রোবাস যোগে খেলোয়াড়রা এসে এখানে জুয়া খেলায় মেতে উঠতো। অনেকে জুয়া খেলতে গিয়ে সহায় সম্বল হারিয়ে পথে বসেছে। জুয়া খেলা বন্ধের দাবিতে মিছিল মিটিং মানব বন্ধনও হয়েছে। কোন ভাবেই এই জুয়া বন্ধ করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ধৃতরা এখন জেল হাজোতে।