মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার খ্যাতনামা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার’ বিভিন্ন সময়ে অবসরে যাওয়া মোট ৩ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা ও চারজন নবাগত শিক্ষক এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম সরকার এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা’র ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রায়হান কবির উপস্থিত ছিলেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম সরকার মাদরাসা প্রতিষ্ঠার জন্য যারা জমি দান করেছেন বা মেধা শ্রম দিয়ে সহযোগিতা করে ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা এখনো মাদরাসার কল্যাণে শ্রম দিয়ে যাচ্ছেন তাদের সুস্থ্যতা ও নেক হায়াত কামনা কওে স্বাগত বক্তব্য শুরু করেন। তিনি বলেন, দীর্ঘ ৩৭ বছর ধরে ইবতেদায়ী শাখায় পাঠদান সহ নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে গত ১৭ ফেব্রুয়ারী ২০২৫ অবসরে যান মোঃ সাজিজার রহমান। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ২৯ এপ্রিল ১৯৮৭ সালে যোগদান করেছিলেন। তার জন্ম ১৯৬৫ সালের ১৮ ফেব্রুয়ারী। মাদরাসার দাখিল শাখার সহকারী শিক্ষক মোঃ আলতাফ গওহর গত ২৩আগষ্ট ২০০০ যোগদান করেছিলেন এবং অবসরে যান ৩১মার্চ ২০২৫ । তার জন্ম তারিখ ০১ এপ্রিল ১৯৬৫ । সর্বশেষ গত ৩০ আগষ্ট ২০২৫ অবসরে যান মোঃ জসিম উদ্দীন। শুক্রবার ও শনিবার বন্ধের দিন হওয়ায় গত ২৮ আগষ্ট ২০২৫ তার শেষ কর্মদিবস হিসেবে শিক্ষক হাজিরা খাতায় শেষ স্বাক্ষর করেন। তিনি গত ০৯মে ১৯৮৭ অত্র প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন। তার জন্ম তারিখ ৩১আগষ্ট১৯৬৫।
বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এ .জেড. এম বজলুর রহমান( জাহেদ) বলেন, ‘এখন থেকে নেতৃত্ব দেবেন তরুণরা, এই প্রতিষ্ঠান থেকে সৎ নেতৃত্ব গড়ে উঠবে এই কমনা করছি।’ ঘুষ, দুর্নীতি, অন্যায় থেকে বিরত থাকতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সততা, নিষ্ঠাবান, সৎচরিত্রবান হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। নবাগত শিক্ষকগণকে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান তিনি।
প্রতিষ্ঠানের সহকারি মৌলভী মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষকগণ, উপাধ্যক্ষ মোঃ আব্দুল বাসেত, নবাগত শিক্ষকদের মধ্যে রকিবুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রভাষক (আরবী) মোঃ আব্দুল মোত্তালেব, আরবি প্রভাষক,ইব্রাহিম খলিল,সহকারী মৌলভী, মোঃ সিরাজুল ইসলাম, এবতেদায়ী সহকারী মৌলভী মোঃ আব্দুল মান্নান, সহকারী মৌলভী ক্বারী মোঃ রইসুল ইসলাম প্রমূখ।
নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মারুফ বিল্লাহ ও সজিব ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পাক কোরআন থেকে তেলওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মেহেদী হাসান । নাতে রাসুল পাঠ করেন দশম শ্রেণি’র শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। পরে নবাগত শিক্ষক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে অবসরজনিত বিদায়ী শিক্ষকদের মাঝে উপহার তুলে দেন অনুষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অতিথিবৃন্দ।