আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প ফেইজ-২ এর উপজেলা শিশু কল্যাণ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজন এবং ইউনিসেফ এর সহযোগিতায় শিশু কল্যাণ বোর্ড এর সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শিশু কল্যাণ বোর্ড সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী।
আলোসভায় আরও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন , ফয়সাল বিন হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম,গাংনী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।