মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে লালমনিরহাট জেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির গোকুন্ডা ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিয়েছেন যুবদল কর্মীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সদরের গোকুন্ডা ইউনিয়ন যুবদলের নেতৃত্বে গোকুন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে কর্মসুচির অংশ হিসেবে ঐতিহ্যবাহী মন্ডলপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গুড়িয়াদহ মুকন্দের দিঘীরপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসা এবং পশ্চিম গুড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গোকুন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির (রিপন), গোকুন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাহার সিদ্দিক সহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্রনেতারা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
যুবদল নেতারা জানান, দেশের পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন কর্মসূচি চলমান থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। কর্মসূচি শেষে যুবদলের নেতারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এসময় যুবদল নেতা মোঃ আব্দুল হাকিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট যুবদলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও এলাকার মানুষদেরকে বৃক্ষরোপণ সম্পর্কে উদ্বুদ্ধ করেছি।