Sun. Nov 24th, 2024

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালি , আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার ( ১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ( দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ সহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আটোয়ারী অফিস ইনচার্জ মাইন উদ্দীন প্রমুখ। বক্তব্যে ইউএনও বলেন,দুর্যোগ দুই প্রকার- মানবসৃষ্ট ও প্রাকৃতিকসৃষ্ট। প্রাকৃতিক দৃর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে অবাধে বৃক্ষ নিধন বন্ধ করে বেশী করে গাছ লাগাতে হবে। অপরিকল্পিকভাবে রাস্তার পাশে পুকুর খনন করা যাবে না। দুর্যোগ বিষয়ে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি বৈশি^ক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আটোয়ারীর অফিস ইনচার্জ মাইন উদ্দীনের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীদের একটি চৌকশদল সকলকে সচেতনতার লক্ষ্যে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার, শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply