ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জ চা‌ন্দেরপুকুর বিদ্যালয়ের শিক্ষক‌দের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ

Mahamudul Hasan Babu
September 18, 2025 2:03 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের চাঁন্দেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: ফারহানা আফরোজের বিরুদ্ধে দায়িত্বহীনতা, নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসা এবং ইচ্ছেমতো স্কুল পরিচালনার অভিযোগ উঠেছে।
এলাকার সচেতন মহলের অভিযোগ, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি নিয়ম মেনে উপস্থিত হন না। বেশিরভাগ সময় রংপুর শহরে অবস্থান করায় সকাল ১০টা বা ১১টার পর বিদ্যালয়ে আসেন। আবার ছুটির আগেই বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বিদ্যালয় ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে সকাল ১০টার দিকে তিনি উপস্থিত হন। সেদিন বিদ্যালয়ে মোট ৭ জন শিক্ষক কর্মরত থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ২ জন—উম্মে কুলসুম ও মো. নুরুল হক। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৯৩ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ৬ জন।

বিদ্যালয়ের পাশের স্থানীয় বাসিন্দা বাবলু বলেন, “সরকার কোটি টাকা খরচ করে স্কুল করেছে, কিন্তু শিক্ষকরা যদি সময়মতো না আসেন তাহলে ছাত্রছাত্রীরা নিয়মিত আসবে কীভাবে?”
স্থানীয়রা আরও অভিযোগ করেন, শিক্ষকদের অনিয়ম ও অবহেলার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনায় অনিয়মিত হয়ে পড়ছে। যথাযথ তদারকি ও যত্ন না পাওয়ায় ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে উঠছে।
এলাকার আরেকজন জানান, এই স্কুলের নৈশ প্রহরী কাম অ‌ফিস সহায়ক সহিদার রহমান বাট্টুর প্রভা‌বেই শিক্ষকরা তা‌দের খেয়াল খু‌শিমত সময় না মে‌নে স্কু‌লে যাতায়াত কর‌ছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা ফারহানা আফরোজ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়মিত ও যথাসময়ে বিদ্যালয়ে আসেন।

তারাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।