পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের কামারহাট আদর্শ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে কামারহাট পূর্বাচল যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারহাট পূর্বাচল যুব সংঘের সভাপতি ও ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।ঝলইশালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এডভোকেট সারোয়ার হোসেন মেহেদী। উদ্বোধনী খেলায় এ আর রহমান ফুটবল একাডেমি নীলফামারী ২-১ গোলে আইডিয়াল ফুটবল ক্লাব রানীরবন্দরকে পরাজিত করে। খেলা দেখতে মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতি ছিল।