ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে আইনশৃঙ্খলা সংক্রান্ত ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 20, 2025 2:23 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥বিরল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আলরাব্বি, থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা বেগম, বিজিবির এনায়েতপুর কোম্পানি কমান্ডার নুর আলম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিরল স্টেশনের স্টেশন লিডার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি এড. আব্দুল বাকি, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আসাদুল হক হিরা, গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা নাজমুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্ট এর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র সরকার, ফতেহাট দূর্গা পূজা মন্দিরের সভাপতি বীরেন্দ্রনাথ মাস্টার, বিরল রেল স্টেশন দূর্গা পূজা মন্দিরের সভাপতি আলেন চন্দ্র সরকার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেদীপ্ত সরকার। সভা শেষে উপজেলার ৯৮ টি দুর্গাপূজা মন্ডপের প্রত্যেকটির সভাপতি/সম্পাদকের মাঝে সরকারি সহায়তার ৫০ কেজি চালে ডিও লেটার বিতরণ করা হয়।
সভায় পূজার আইন শৃঙ্খলা সংক্রান্ত জরুরী প্রয়োজনে উপজেলা প্রশাসনের হটলাইন নম্বর ০১৭৩৩৩০১১৩২ সহ ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং ৯৯৯ নম্বরে যোগাযোগ করে তাৎক্ষণিক তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়।