ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে নিজের গলা নিজেই বেøড দিয়ে কেটে এক বিধবা মহিলার আত্মহত্যা

Mahamudul Hasan Babu
September 20, 2025 4:14 pm
Link Copied!

পলাশবাড়ী(গাইবান্ধা)  প্রতিনিধিঃ পলাশবাড়ীতে নিজের গলা নিজেই বেøড দিয়ে কেটে বিধবা মহিলা শাহিনা বেগম (৪৫) আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামে।
স্থানীয়, পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত আজিল হকের স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতো। সম্প্রতি তার মাথায় স্মরণশক্তির সমস্যা দেখা দেয়। এ কারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন। অন্যান্যদিনের ন্যায় ঘটনার রাতে খাবার শেষে শাহিনা বেগম তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। রাত পোহালে  সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাকে ডাকহাঁক করে। এতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে সকাল সাড়ে ৬টার দিকে শয়ন ঘরের দরজা খুলে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকাল ১১টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তত করেন।
হোসেনপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনোয়ারুল ইসলাম জানান, ওই বিধবা মহিলার মাথায় সমস্যা ছিল। মস্তিস্ক বিকৃতির কারণে সে সবার অজান্ডে বেøড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।