ঢাকাSunday , 21 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফিল্মি স্টাইলে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে ধরলেন ডিবি পুলিশ

Mahamudul Hasan Babu
September 21, 2025 12:35 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে ফিল্মি স্টাইলে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের অপরাজেয় ৭১ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়
আটক দু’জন হলেন, পৌরশহরে হাজীপাড়াস্থ মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে বুড্ডা (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াখোর গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহরিয়ার রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা গোপন খবর পেয়ে থাকি। এসময় শিশু পার্কের সামনে তারা বাইক যোগে শহরে যাচ্ছিলেন। অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে এবং ধস্তাধস্তি শুরু হয়। চৌকস টিম দ্রুত তাদের নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকেই ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।”
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রফিক দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঘটনার সময় সাধারণ মানুষজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, অভিযানের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। শেষে ডিবি সদস্যরা রফিককে মাটিতে ফেলে ধরে ফেলে।
স্থানীয়  দোকানদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমরা প্রতিদিনই দেখি এখানে অচেনা লোকজন আসে-যায়। কিন্তু এতদিন কেউ কিছু করতে পারেনি। আজ ডিবি পুলিশ যেভাবে ধরেছে, এতে আমাদের মনে সাহস এসেছে।”
জহির ইসলাম নামে কলেজ শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদক এখন তরুণদের ধ্বংস করে দিচ্ছে। এদের কঠিন শাস্তি হওয়া দরকার।”
ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে সমালোচনা মূলক মন্তব্য করেছেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।